সোমবার ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেটের প্রাচীনতম সংবাদপত্র দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার ইফতার মাহফিল সম্পন্ন

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:    |   রবিবার, ১৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   47 বার পঠিত

সিলেটের প্রাচীনতম সংবাদপত্র দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার ইফতার মাহফিল সম্পন্ন

বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্টজন এবং সরকারি-বেসরকারি কর্মকর্তাদরে অংশগ্রহনে সিলেট জেলার প্রাচীনতম সংবাদপত্র দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার দক্ষিণ সুরমা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠন, সাংবাদিকসহ ও নানা শ্রেণিপেশার বিশিষ্টজন ইফতার মাহফিলে অংশ নেন। এসময় নানা শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান দৈনিক জৈন্তা বার্তার সম্পাদক ফারুক আহমদ, শুভেচ্ছা বক্তব্য এবং জেলা-উপজেলা প্রতিনিধিদের হাতে পরিচয় পত্র তুলে দেন জৈন্তা বার্তার সহকারী সম্পাদক মাসুম ইফতেখার রসুল শিহাব।

এসময় উপস্থিত ছিলেন-জৈন্তা বার্তার ব্যবস্থাপনা সম্পাদক মলয় দত্ত মিঠু, জৈন্তা বার্তার উপ-সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, বার্তা সম্পাদক আনন্দ সরকার, সহকারী বার্তা সম্পাদক রাজীব আহমদ রাসেল, নিজস্ব প্রতিবেদক মুহাজিরুল ইসলাম রাহাত।

ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল হাকিম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, খেলাফত মজলিস সিলেট জেলার সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুসাইন, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল হক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা দিপু, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) মো. মাহফুজুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিলেট বাণীর নির্বাহী সম্পাদক আব্দুল হান্নান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক সাইফুর তালুকদার, সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি (ভারপ্রাপ্ত) ইউসুফ আলী, সিলেট উইমেন্স জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সেলিনা বেগম চৌধুরী, লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আমিরুল আলম খান।

আরও উপস্থিত ছিলেন- দৈনিক সমকালের ব্যুরো প্রধান মুকিত রহমানী, নিজস্ব প্রতিবেদক ফয়সল আহমদ বাবলু, ইউএনবির সিলেট প্রতিনিধি মহসিন আহমদ, আধুনিক কাগজের প্রকাশক সাঈদ চৌধুরী টিপু, সিনিয়র সাংবাদিক বাবর হোসেন, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান সাদিকুর রহমান চৌধুরী, দৈনিক যুগভেরীর নিজস্ব প্রতিবেদক এম এ মালেক, দৈনিক কালবেলার সিলেট ব্যুরো প্রধান মিঠু দাস জয়, দৈনিক উত্তর পূর্বের নিজস্ব প্রতিবেদক ভবরঞ্জন মৈত্র বাপ্পা, দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসান, দৈনিক যুগভেরীর ফটো সাংবাদিক রণজিৎ কুমার সিংহ, আলোকিত সিলেটের বার্তা সম্পাদক আবুল হোসেন, এনটিভি ইউরোপের সিলেট জেলা প্রতিনিধি আফজালুর রহমান, সাংবাদিক জিকরুল ইসলাম, মেহদী হাসান মিজু, দৈনিক খবরের কাগজের সিলেট প্রতিনিধি শাকিলা ববি, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, স্টাফ ফটো সাংবাদিক মামুন হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সময় টেলিভিশনের সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার জয়ন্ত কুমার দাশ, সাংবাদিক তাহের আহমদ, আজকের পত্রিকা ডিজিটালের সিলেট প্রতিনিধি রুম্মান আহমদ প্রমূখ।

এসময় সিলেট জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ও সিলেট-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেন, জৈন্তাবার্তা বলতেই বৃহত্তর জৈন্তার কথা মনে পড়ে। তাই দৈনিক জৈন্তাবার্তা বৃহত্তর জৈন্তার নামকে বিশ্বের দরবারে তোলে ধরছে। দৈনিক জৈন্তাবার্তা সত্য লেখনির মাধ্যমে পাঠকের মন জয় করেছে। আগামী দিনেও সত্য ও ন্যায়ের পথে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে নির্যাতিত মানুষের পাশে থাকবে।

এছাড়া সিলেট বিভাগের প্রতিটি উপজেলার উপজলা প্রতিনিধি ও প্রেসক্লাবের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ৯:০২ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ মার্চ ২০২৫

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com