
আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | রবিবার, ১৬ মার্চ ২০২৫ | প্রিন্ট | 42 বার পঠিত
গাইবান্ধায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা সাহরিয়ার খাঁন বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে জেলার সাদুল্লাপুর উপজেলা শহরের চৌমাথা মোড় থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
আটক সাহরিয়ার খাঁন বিপ্লব উপজেলা সদরের পশ্চিমপাড়ার মৃত. ফরহাদ খানের ছেলে। তিনি সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৯টার দিকে সাহরিয়ার খাঁন বিপ্লব উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে তারাবীর নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় আগে থেকে তাঁকে অনুসরণ করা থানা পুলিশের একটি দল উপজেলা শহরের চৌমাথা মোড় থেকে বিপ্লবকে আটক করে।
সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার আলহাজ্ব সাহরিয়ার খাঁন বিপ্লবের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চলমান ডেভিল হান্ট অভিযানে তাকে গ্রেফতার করে রাতেই তাকে গাইবান্ধা সদর থানায় পাঠানো হয়েছে।
Posted ১০:৩৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com