
শফিকুল ইসলাম বাদল,ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি : | রবিবার, ১৬ মার্চ ২০২৫ | প্রিন্ট | 35 বার পঠিত
৬ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিকশা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ) দুপুরে টেংকের পার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া রিকশা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিক মিয়া। বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি মোস্তফা মিয়া, সাধারণ সম্পাদক মো. সাহেদ মিয়া, অর্থ সম্পাদক জাকির হোসেন, সংগঠনের উপদেষ্টা ইমরান হোসেন জয়ন্ত, এবং সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি নতুন করে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স রিনিউ করা হচ্ছে। তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বে ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স দেওয়া হয়েছে যা প্রকৃত রিকশা চালকদের নয়, বরং আওয়ামী লীগ নেতাদের নামে দেওয়া হয়েছে। তাদের দাবি, এ সিন্ডিকেট ভেঙে প্রকৃত রিকশা চালকদের লাইসেন্স প্রদান করা হোক। সমাবেশ শেষে, পুনরায় বিক্ষোভ মিছিল নিয়ে পৌরসভার সামনে যান শ্রমিকরা। সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি। তিনি বলেন, আমরা চাই, বর্তমান পরিস্থিতি পরিবর্তন হোক এবং প্রকৃত রিকশা চালকদের দাবি মেনে নেওয়া হোক।
যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তবে আমরা আরও কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো।এসময় বক্তারা আরও হুশিয়ারি দেন, যদি তাদের দাবি দ্রুত পূর্ণতা না পায়, তবে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে।
Posted ১২:০১ অপরাহ্ণ | রবিবার, ১৬ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com