
আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | প্রিন্ট | 44 বার পঠিত
গাইবান্ধার পলাশবাড়ীতে ময়লার স্তূপ থেকে আবু সালাম (২৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে মহেশপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবু সালাম লালমনিরহাট জেলার সদর উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মহেশপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক ঘেঁষে ময়লার স্তূপে মুখ বাঁধা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ ওই যুবককে হত্যা করে ময়লার স্তূপের মধ্যে ফেলে রেখে গেছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে এখনও কিছু জানা সম্ভব হয়নি। রংপুর থেকে সিআইডি পুলিশের একটি দল এসে নিহত যুবকের পরিচয় শনাক্ত করেছে।
ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পলাশবাড়ী থানায় অজ্ঞাত পরিচয় আসামি করে হত্যা মামলা দায়ের করেছে।
Posted ১:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com