
চট্টগ্রাম প্রতিনিধি: | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | প্রিন্ট | 46 বার পঠিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনায় ৪৩নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে, ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন এর পৃষ্ঠপোষকতায় রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর সেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক আকবর হোসেন মানিক, মহানগর যুবদল নেতা শফিউল বাশার শামু, ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি শিকদার।
বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, বিএনপি গণমানুষের দল। জনগণের কল্যাণেই বিএনপির রাজনীতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান যে ইতিবাচক রাজনীতির নির্দেশনা দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা সে লক্ষ্যেই গণমুখী রাজনীতি করে চলেছে। অচিরেই বাংলাদেশের ভাগ্যাকাশে সৌভাগ্যের সূর্য হয়ে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব গ্রহণ করবেন প্রিয় নেতা তারেক রহমান।
এতে আরো উপস্থিত ছিলেন, পাঁচলাইশ থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর, রুপু বড়ুয়া, ওয়ার্ড ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, থানা ছাত্রদলের সদস্য হৃদয়, আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড ছাত্রদল নেতা ইমন, তানভীর, নাইম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ছাত্রদল নেতা মশিউর রহমান মাহী, শাকিল, আলী প্রমুখ নেতৃবৃন্দ।
Posted ২:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com