
শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রতিনিধি: | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | প্রিন্ট | 43 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর কল্যাণ সমিতির দোয়া মাহফিল ও ইফতার মঙ্গলবার সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি এড. মিন্টু ভৌমিকের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন খাঁন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ. জেড. এম আরিফ হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অবঃপ্রাপ্ত উপাধ্যক্ষ ড. মো. ইব্রাহিম, জেলা জাসদের সভাপতি এড. আক্তার হোসেন সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাবেক সভাপতি মো. আরজু, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এড. আনিছুর রহমান মঞ্জু, সাবেক দপ্তর সম্পাদক মো. মাসুদুল ইসলাম মাসুদ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলি আজম, ডক্টর এ্যাসোসিয়েশন অব (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হিমেল খাঁন, ব্রাহ্মণবাড়িয়া জেলা হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটির সভাপতি ডা. মোকলেছুর রহমান, ডা. হানিফ প্রমুখ।
দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক জহির রায়হান ও মো. আবু কাউছার।
ইফতার মাহফিলে দেশ ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন মুফতি এরশাদুল ইসলাম।
Posted ৪:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com