বুধবার ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে যাচ্ছে শেরপুরের তরুণ উদ্যোক্তা শাওন

মোঃ মুরাদ মিয়া   |   বুধবার, ১৯ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   15 বার পঠিত

সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে যাচ্ছে শেরপুরের তরুণ উদ্যোক্তা শাওন

আধুনিক বিশ্বায়নের যুগে অন্যতম পরিচিত শব্দটি হলো সাইবার সিকিউরিটি বা সাইবার নিরাপত্তা। এটি আমাদের ইন্টারনেটের নিরাপদ ব্যবহার নিশ্চিত করে। প্রতিনিয়ত পত্রিকা ও অন্যান্য গণমাধ্যমে দেখা যাচ্ছে সাইবার অপরাধগুলোর সংখ্যা ক্রমাগত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যার প্রভাব পড়ছে ভুক্তভোগীর ব্যক্তিজীবনে। এমন মুহূর্তে দেশের সাইবার নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন শেরপুরের তরুণ উদ্যোক্তা শাওন আহাম্মেদ৷ বাংলাদেশের সাইবার নিরাপত্তায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন শেরপুর জেলার এই তরুণ উদ্যোক্তা শাওন আহাম্মেদ ও তার প্রতিষ্ঠান শেরপুর সাইবার হেল্পলাইন। শাওন আহাম্মেদ শেরপুর সদর উপজেলার ১১নং বলায়েরচর ইউনিয়নের জংগলদী গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।

বর্তমানে তিনি শেরপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি তিনি গড়ে তুলেছেন Sherpur Cyber Helpline এবং Summit Global Agency নামের দুটি আইটি প্রতিষ্ঠান। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি দেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সাইবার নিরাপত্তা ও আইটি সাপোর্ট দিয়ে যাচ্ছেন প্রায় তিন বৎসর যাবত ৷ এ বিষয়ে শাওন আহম্মেদের সাথে কথা বলে জানা গেছে,তিনি বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে ভারতসহ আরও কয়েকটি দেশের বেসরকারি আইটি এক্সপার্টদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।

তার নেতৃত্বে শেরপুর সাইবার হেল্পলাইন টিম ইতিমধ্যে ফেসবুক আইডি, পেজ, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল রিকভারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিরাপত্তা সংক্রান্ত সেবা দিয়ে নিজ জেলাসহ দেশব্যাপি সারা ফেলেছে।এছাড়াও, বিভিন্ন ওয়েবসাইটের সাইবার নিরাপত্তা জোরদারে কাজ করে যাচ্ছে তার প্রতিষ্ঠান। ২০২২ সাল থেকে তিনি Sherpur Cyber Helpline এবং Summit Global Agency-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে দায়িত্ব পালন করছেন। তার টিমে বর্তমানে দেশ ও বিদেশের তরুণরা যুক্ত হয়ে কাজ করছেন।   তিনি আরও বলেন, আমি ও আমার টিম দেশের জন্য কাজ করছি। বাংলাদেশের প্রতিটি স্কুল-কলেজে ইন্টারনেট ব্যবহারে সচেতনতামূলক সেমিনার করতে চাই। আমরা বাংলাদেশ সরকারের পাশে থেকে দেশের সাইবার নিরাপত্তায় কাজ করতে আগ্রহী। রাষ্ট্রীয় সহযোগিতা পেলে আমরা দেশের স্বার্থে আরও বড় পরিসরে কাজ করতে প্রস্তুত ইনশাআল্লাহ ৷

Facebook Comments Box

Posted ৯:৩৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ মার্চ ২০২৫

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com