
এস এম নওশের: | বুধবার, ১৯ মার্চ ২০২৫ | প্রিন্ট | 37 বার পঠিত
একটা দেশ সম্পুর্ন বিনা উসকানি তে আরেক টা যুদ্ধ বিধ্বস্ত দেশের নিরস্ত্র জনগনের উপরে হামলা চালালো তাও আবার চুক্তি করা যুদ্ধ বিরতির মধ্যে।
আর তথাকথিত বিশ্ব বিবেক জেগে জেগে ঘুমাচ্ছে।কোন টু শব্দটি করছেনা।কোন মুস্লিম দেশ এর তীব্র প্রতিবাদ করছেনা।সেই আক্রমন কারি দেশের পন্য বর্জন করছেনা।তাদের যে দেশ সহায়তা দিল সেই দেশের পন্য বয়কট ডাক দিচ্ছেনা।ক্ষোভে বিস্ময়ে বাক রুদ্ধ আমি।।
জাতি সংঘ নামের এই প্রতিষ্ঠান টি থাকার কোন দরকার আছে??
Posted ৩:২৩ অপরাহ্ণ | বুধবার, ১৯ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com