
সুজন আলী | শনিবার, ১৫ মার্চ ২০২৫ | প্রিন্ট | 34 বার পঠিত
সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের যাদুরানি বাজারে শিশু আছিয়াসহ সকল ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৫ মার্চ) সকাল ১১টায় যাদুরানি বাজারে উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে যাদুরানি হাইস্কুল মাঠ থেকে বিক্ষোভ একটি মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এতে একাত্মতা প্রকাশ করে মিছিলে অংশ গ্রহণ করে বক্তব্য দেন- সহকারী শিক্ষক লিটন, জেলা ইসলামি ছাত্র শিবির তথ্য ও প্রচার সম্পাদক সাব্বির হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জমির উদ্দিন, জামায়েতে ইসলামি যুব বিভাগের আমগাঁও ইউনিয়ন সেক্রেটারি দুলাল হোসাইন দুলাল, জাতীয় নাগরিক কমিটি রাশেদুল ইসলাম রাসেল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য জাহিদ হাসান ইমন প্রমুখ। এ সময় বক্তারা বিভিন্ন স্লোগান দেন, “তুমি কে, আমি কে আছিয়া, আছিয়া” তাঁরা ধর্ষণকারীকে দ্রুত ফাঁসির দাবি জানান।
Posted ২:০০ অপরাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com