
আসাদুজ্জামান তালুকদার নেত্রকোণা জেলা | শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 193 বার পঠিত
শুক্রবার (১২এপ্রিল)গ্রিন মোহনগঞ্জ -green Mohanganj এর উদ্যোগে পৌর শিশু পার্কের অভ্যন্তরে পলাশ ও বকুল গাছ রোপণ করেন ও নেত্রকোণা -৪(মদন -মোহনগঞ্জ -খালিয়াজুড়ি) আসনের সাংসদ সাজ্জাদুল হাসান, এমপি
এসময় উপস্থিত ছিলেন মোহনগঞ্জ ও বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দাস ও মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা কবির।
অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দিলিপ দত্ত, স্বেচ্ছাসেবী ব্যাংকার সায়েম রহমান চৌধুরী, আহমেদ শরীফ রনি, ডিএমপির সিনিয়র এএসপি আব্দুল্লাহ আল মাসুম, ব্যাংকার রাজীব আহমেদ।
এসময় সংগঠনটির প্রধান উপদেষ্টা সাজ্জাদুল হাসান, এমপি পরিবেশের সবুজায়ন, সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন।
উল্লেখ্য যে গত ২৬ মার্চ ২০২৪ তারিখে মহান স্বাধীনতা দিবসে গ্রীন মোহনগঞ্জ পৌর শিশু পার্কে মোহনগঞ্জ পৌরসভার মেয়র লতিফুর রহমান রতন স্বেচ্ছাসেবীদের নিয়ে কার্যক্রমের শুভসূচনা করেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্য নিয়ে বিভিন্ন সুহৃদদের আর্থিক সহায়তা ও গ্রীন মোহনগঞ্জ এর স্বেচ্চাসেবীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কার্যক্রম এগিয়ে যাচ্ছে।
স্বেচ্ছাসেবী এই সংগঠনটি এই পর্যন্ত মোহনগঞ্জ পৌর শিশু পার্ক ও রেল স্টেশনে ঝাউ, রঙন, চেরী, টগর, কৃষ্ণচূড়া, দেবদাড়ু, পলাশ, ঝাড়ুল, সোনালু, শিমুল, নিম, অর্জুন, আমলকি, শিউলি, বকুল, পাতাবাহার, বাগানবিলাস, সিসিএম পাতাবাহারসহ মোট ৯০৮টি বৃক্ষরোপণ করেছে যার পরিচর্চায় স্বেচ্চাসেবীরা নিয়োজিত আছে।
Posted ১০:৪০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com