
ইবি প্রতিনিধি: | শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 149 বার পঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী বইমেলা ও ক্লাব ফেস্টের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের (ঐক্যমঞ্চ) আয়োজনে আগামী ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হবে। সংগঠনটির আহবায়ক রাবেয়া খাতুন ও সদস্য সচিব এস.এ.এইচ ওয়ালিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি সূত্রে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। এছাড়া এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছেন ‘এএনএইচ গ্রুপ’।
এ বিষয়ে ঐক্যমঞ্চে’র সদস্য সচিব এস.এ.এইচ ওয়ালিউল্লাহ বলেন, ভাষা, সাহিত্য আর সংস্কৃতির চর্চা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও বুদ্ধিবৃত্তিক সংগঠনগুলোর মাঝে মেলবন্ধন তৈরি এবং জোটবদ্ধভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সুস্থ ইতিবাচক সংস্কৃতি চর্চায় ভূমিকা রাখার অভিপ্রায়েই এই আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, এবারের বই মেলায় সর্বমোট বিশটি সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের স্টল বরাদ্দ পেয়েছে।
Posted ৭:৪৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com