
মোহাম্মদ সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো: | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ | প্রিন্ট | 142 বার পঠিত
চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্পটে ভ্রাম্যমাণ হকারদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় হয় দৈনিক ৩০০ টাকার মত। স্থানীয় পুলিশ প্রশাসন এবং বিভিন্ন দলের নাম ভাঙ্গিয়ে বিশেষ লোকের মাধ্যমে এ চাদা উত্তোলন করা হয়।
সরে জমিনে পরিদর্শনে দেখা যায় নগরীর কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট , মুরাদপুর ,চকবাজার ,আন্দরকিল্লা, দুই নম্বর গেট , জিসির মোড় ,নিউমার্কেট ,দেওয়ানহাট, আগ্রাবাদ ,বড়পোল,একে খান মোড় ,অলংকার, বায়েজিদ,অক্সিজেন এলাকা ,বালুচড়া বাজার ,চাক্তাই, নতুন ব্রিজ ,বিআরটিসি এলাকা ,টাইগার পাস ,আমবাগান, এসব এলাকায় ফুটপাতে এবং ভ্যা্নে করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে ক্ষুদ্র ব্যবসায়ীরা।
ভ্রাম্যমান এসব ব্যবসায়ীদের কাছ থেকে স্থানীয় পুলিশ প্রশাসনের জন্য লোকাল কমিশনার এবং বিভিন্ন দলীয় পরিচয়ে দৈনিক ৩০০ টাকা হারে চাঁদা আদায় করা হয়। প্রতিদিন সন্ধ্যা হলেই দফায় দফায় সাদা উত্তোলন করতে নেমে পড়ে চাঁদাবাজরা। যদি কেউ তাদের চাহিদা মত তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানাই তাদের ভ্যান ভাঙচুর সহ শারীরিকভাবে আঘাত করে চাঁদাবাজ বাহিনীরা।
চকবাজার এলাকার ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী আবুল কাশেম জানান বিক্রি হোক বা না হোক তাদেরকে দৈনিক নির্ধারণ করা চাঁদা দিয়ে ফেলতে হবে চাঁদা দিতে একটু দেরি হলে গালিগালাজ সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর করে চাঁদাবাজরা। তিনি আরো বলেন কেউ পুলিশের পরিচয় আবার কেউ স্থানীয় কমিশনারের পরিচয় দিয়ে চাঁদা তুলে নিয়ে যায় এতে কেউ প্রতিবাদ করার সাহস পায় না প্রতিবাদ করতে চাইলে তার ওপর নির্যাতন চলে আসে এবং ব্যবসা বন্ধ করার হুমকি দেয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন কিছু কিছু জায়গায় এ ধরনের অভিযোগ রয়েছে তবে সরাসরি কেউ অভিযোগ করলে তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান । নাম প্রকাশ না করার শর্তে একজন ওয়ার্ড কাউন্সিলর বলেন কাউন্সিলর বা কমিশনারদের নাম দিয়ে যারা চাঁদা তুলে তাদের নামের তালিকা দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৬:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com