
চট্টগ্রাম প্রতিনিধি | বুধবার, ০৬ মার্চ ২০২৪ | প্রিন্ট | 133 বার পঠিত
বাংলাদেশ স্বাধীন হলেও চট্টগ্রামের রাউজান এখন পর্যন্ত স্বাধীন হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় এলাকাবাসী
চট্টগ্রামের রাউজান উপজেলায় কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদ্রাসার ছাত্র-শিক্ষক পরিবহনকারী তিনটি বাসে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। এই অভিযোগটির বিষয়ে ইতোমধ্যে জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ করা হয়েছে।
গত ০৪ মার্চ সোমবার দুপুরে কাগতিয়া বাজার রুশনি গেইট এলাকায় বাসটি পৌছালে কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থীদের টার্গেট করে এ হামলা চালানো হয়। এসময় তিনটি বাস ভাংচুর করা হয়।
অভিযোগে মাদ্রাসা কর্তৃপক্ষ উল্লেখ করেন, জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্সে যোগ দিতে তিনটি বাসযোগে মাদ্রাসা ছাত্র-শিক্ষকমণ্ডলী রওয়ানা দেন। বাসগুলো কাগতিয়াবাজার রুশনি গেইট এলাকায় পৌঁছালে স্থানীয় এলাকার শীর্ষ সন্ত্রাসী বিএনপি মাসুদ, কথিত যুবলীগ নেতা আনোয়ার, আরিফ ও জামালের নেতৃত্বে ১৫-২০ জন যুবক তাদের ওপর হামলা চালায় ও বাস ভাংচুর করে।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসীদের দাবি, স্থানীয় এক এমপির ইশারায় এ হামলা চালানো হয়েছে। তারা জানিয়েছেন, হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তারা সবাই রাউজান কাগতিয়া এলাকার বাসিন্দা। হামলায় ছাত্র-শিক্ষকসহ অনেকে আহত হয়েছেন।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুন্নী জনতা ও স্থানীয় এলাকাবাসীরা প্রকৃত ঘটনা তদন্তপূর্বক অতিদ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছেন।
Posted ৫:৫৩ অপরাহ্ণ | বুধবার, ০৬ মার্চ ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com