
মাকসুদ আল নাজির: | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 82 বার পঠিত
ভারত পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ।দেশ দুইটির দ্বন্দ রাজনীতির ব্যাপারেই সীমাবদ্ধ নেই।ক্রিয়াজগতেও দেখা যায় এর উদাহরণ। প্রায় এক যুগ ধরে দুই দেশের মধ্যে হচ্ছে না কোনো দ্বিপাক্ষিক সিরিজ। আইসিসি ও এসিসি ইভেন্ট বাদে দুইদলের ম্যাচই পাওয়া যায় না।আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি চলে এসেছে হাতের নাগালে।
এইবারের চ্যাম্পিয়নস ট্রফির হোস্ট পাকিস্তান। যদিও ভারত পাকিস্তানে সফর করতে না চাওয়ায় হাইব্রিড মডেলে হচ্ছে এইবারে চ্যাম্পিয়নস ট্রফি। বাকি ম্যাচ গুলো হবে আরব আমিরাতে।যদিও হোস্ট হিসেবে পাকিস্তানই থাকছে।নিয়ম অনুযায়ী হোস্ট নেশনের নাম জার্সির ডান পাশে লোগোর নিচে রাখতে হয়।বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে যে এইবার ভারত পাকিস্তানের নাম তাদের জার্সিতে রাখতে আগ্রহী না।যদিও পাকিস্তান ২০২৩ বিশ্বকাপে ভারত সফর করেছিলাও এবং জার্সিতেও ভারতের নাম রেখেছিলো হোস্ট হিসেবে।
সেখানে ভারত কেনো পাকিস্তানের নাম হোস্ট হিসেবে রাখবে না এই নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক।ক্রিকেটে এইরকম রাজনীতি পছন্দ করছে না সাধারণ ক্রিকেট ভক্তরা।
Posted ১২:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com