
জামালপুর প্রতিনিধি: | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | প্রিন্ট | 242 বার পঠিত
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সরদাবাড়ি এলাকায় ইটের দেয়াল নির্মাণ করে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ পৌর সচিব জুলহাস উদ্দিনের বিরুদ্ধে ।
মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের সরদাবাড়ি গ্রামের প্রভাবশালী পৌর সচিব জুলহাস উদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারগুলো জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি।ফলে গত চার বছর ধরে পাশের সরু পথ দিয়ে কোনো রকম চলাচল করছে ওই পঞ্চাশ পরিবার।
পশ্চিশ পাশে সচিব জুলহাস উদ্দিনের ইটের প্রাচীর তুলে হাঁটার পথ বন্ধ করে দিয়েছেন।তার পাশে হজরত আলী বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে রেখেছেন। দক্ষিণ ও পশ্চিম পাশে শরীকদের বাড়ি থাকায় ওখানেও যাতায়াতের কোনো ব্যবস্থা নেই।
জানা গেছে,ওইখানে দেয়াল নির্মাণ করায় স্কুল-কলেজ ও মাদ্রাসায় যেতে চরম দুর্ভোগ পোহাচ্ছে শিক্ষার্থীরা। বয়োজ্যেষ্ঠ ও অন্তসত্ত্বা নিয়ে বিপাকে পড়েছে পরিবারগুলো। কোন মতে পাশের একটি সরু পথ দিয়ে ঘুরে বাড়ি থেকে বের হচ্ছেন তারা। এছাড়া কেউ অসুস্থ হয়ে পড়লে দেয়াল বেদ করে পাকা রাস্তা যাওয়ার কোন উপায় নেই।
ভুক্তভোগী মমিনুর ইসলাম বলেন, ‘অনেক বছর ধরে আমরা রাস্তাটি ব্যবহার করে আসছি। প্রতিবেশি জুয়েল রানা,সোহেল রানাসহ স্থানীয় আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহার করে আমাদের চলাচলের রাস্তাটি ইটের প্রাচীর দিয়ে বন্ধ করে দিয়েছেন। আমরা এখন অসহায় হয়ে পড়েছি। বাড়ি থেকে বের হতে পারছি না। পাশের একটি সরু পথ দিয়ে যেতে হয়। যা খুবই কষ্টসাধ্য ও এভাবে যেতে সময় নষ্ট হয়।’
অবরুদ্ধ আরোও কয়েকটি পরিবার বলেন, চার বছর ধরে আমরা বাড়ি থেকে বের হতে পারছি না। আমাদের বাড়ি থেকে বের হতে রাস্তার ব্যবস্থা করে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’
এ বিষয়ে পৌর সচিব জুলহাস উদ্দিনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি রাস্তা বন্ধ করে দেয়ার বিষয়টি এড়িয়ে যান।
এলাকার জহুরুল ইসলা লিটন বলেন,পঞ্চাশ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা খুবই অমানবিক। বিষয়টি সমাধানের জন্য পাশের তিন উপজেলার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসা হয়েছিল। কোনো সমাধান করতে পারেনি। বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছি।’
সহযোগিতার আশ্বাস দিয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে সমাধান করে দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি বিষয়টি সমাধান করতে পারেননি। তবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।।
Posted ১:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com