বুধবার ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতে অবৈধ বালি উত্তোলনের পাইপ ধ্বংস

আব্দুস সালাম মোল্লা   |   বুধবার, ১৯ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   27 বার পঠিত

চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতে অবৈধ বালি উত্তোলনের পাইপ ধ্বংস

চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতে অবৈধ বালি উত্তোলনের পাইপ ধ্বংস করেন উপজেলা সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবি ১৮ই মার্চ বিকাল আড়াই ঘটিকায়।  জানা গেছে,হাজিগঞ্জ জাকিরের সুরা ও হাজিগঞ্জ নতুনের দোকান সাইনবোর্ড বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তলন করে তাদের বিরুদ্ধে উপজেলা সহকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবি ভ্রাম্যমান আদালতে  কাউকে পাওয়া জায়নি তবে২৫ /৩০টিপাইপ ধ্বংস করা হয়।  জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আধারে  পদ্মা নদী থেকে বৈধও অবৈধ  বালি উত্তোলন ওলোডিং করে আসছে প্রভাবশালী বিএনপি নেতারাপ্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ।

প্রশাসন অবৈধ বালি উত্তোলনকারীদের কঠোর নির্দেশ দিলেও প্রভাবশালী নেতাদের বারবার  নিষেধ  অমান্য করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাত অবধিতে বালি উত্তোলন ওআনলোডিং করে চলছে এতে পদ্মা নদীর ভাঙ্গন তীব্রতা বৃদ্ধি পাচ্ছে । মিডিয়া কর্মীরা তির্যক ভাবে অবৈধভাবে বালি উত্তোলন  নিয়ে সমালোচনা  করে লেখা লেখি করলেও ফিরছে না।  এ ব্যাপারে উপজেলা প্রশাসনও জেলা প্রশাসক কঠোর হস্তে অবৈধ বালু খোরদের দমন  করার নির্দেশ দিয়েছে।উপজেলা সহকারী কমিশনার ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারাবি প্রতি নিয়ত বালু উত্তোলন বেকু দিয়ে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত করে যাচ্ছেন ।অবৈধ বালু খোরগন ইফতারি আগে হতে তারাবি শেষ অবধি পর্যন্ত  এবং সেহেরির শুরুর আগ হতে সকাল অবৈধ বালি লোডিং ও বেকু দিয়ে মাটি কাটা চলছে।

ভ্রাম্যমান আদালত গতকাল সকালেই গোপালপুর ঘাট নামক স্থানে অবৈধ বেকু দিয়ে  বালু উত্তোলনের  খবরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার নিশাত ফারাবী সেখানে চলে যান। কিন্তু সেখানে ভালো উত্তোলন কোন সাদৃশ্যমান  না দেখার পর ফেরত আসার পথে ফিটনেসবিহীনঝুঁকিপূর্ণ  ড্রাম ট্রাক গাড়ি কে “সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮৯(২) ধারা লংঘন “জনিত অপরাধে শেখ শাহজাহান,পিতা: শেখ খালেক, ঠিকানা:সাং আমিরা ব্রিজ,চর ভদ্রাসন।ভ্রাম্যমান আদালতের ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাথে ছিলেন এক্সেকেটিভ ম্যাচটেড এর সহকারী রাসেল মুন্সী ওচরভদ্রাসন থানার এসআই  খয়বর রহমান।

গাজীর টেক বেলতলা ঝুঁকিপূর্ণ ড্রাম  ট্রাক চলায় সড়ক পরিবহন আইনে ২০১৮ এর ৮৯(২) ধারা লংঘন জনিত অপরাধে ভ্রাম্যমান আদালত  ৫ হাজার টাকা জরিমানা দন্ড প্রদান করেন ।এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাথে ছিলেন তার সহকারি রাসেল মুন্সি, চরভদ্রাসন থানার এসআই ওয়াসেক।   গত পরশু গাজীরটেক নামক স্থানীয় জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত বেখুদিয়ে মাটি কাটায়  ভ্রাম্যমান  আদালতে ২৫হাজার টাকা জেল জরিমানা দন্ড প্রদান করেন।  সুশীল সমাজ ও এলাকাবাসী জেলা প্রশাসকের নির্দেশ অমান্য কারীদের বিরুদ্ধে অবৈধ ভাবে বেকুদিয়ে কাটা বন্ধের এবং পদ্মা নদীতে থেকেই বৈধ অবৈধ বালি উত্তোলন ও লোডিংবন্ধের জন্য কঠোর হস্তে দমন করার জন্য কঠোর নজর দারির আওতায় আনার দাবি জানিয়ে।

Facebook Comments Box

Posted ৮:২৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ মার্চ ২০২৫

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com