
লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি: | বুধবার, ১৯ মার্চ ২০২৫ | প্রিন্ট | 40 বার পঠিত
লালমনিরহাটের হাতীবান্ধায় জোর পূর্বক অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম মাশানের বিরুদ্ধে।
জোর পূর্বক জমি দখলের ঘটনাটি ঘটেছে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে।অভিযুক্ত শফিকুল ইসলাম মাশান বড়খাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে। এ ঘটনায় শফিকুল ইসলাম (মাশান) সহ ৪ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শফিকুল ইসলাম।
অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানাযায়, ভুক্তভোগী শফিকুল ইসলামের পৈত্রিক ও ক্রয়কৃত নিজ ভোগদখলীয় বি আর এস ৬৭,৬৮ খতিয়ানের ৪৭৩৫ ও ৪৭৩৪ দাগের ১৯ শতক জমি অভিযুক্ত শফিকুল ইসলাম (মাশান) নিজের দাবি করে।
উক্ত জমিতে ভুক্তভোগী শফিকুল বসত বাড়ী নির্মানের জন্য গত ২০০০ সালে মাটি ভরাট করে ইউকেলেন্টাস গাছ রোপন করেন এবং দীর্ঘদিনে গাছগুলি বড় বড় হয়। তিনি বাংলাদেশ রেলওয়ে বিভাগে ক্যারেজ এটেনডেন্ট পদে চাকুরী করার সুবাদে লালমনিরহাটে অবস্থান করার সুযোগে গত ২০১৮ সালে ২৮ জুলাই
রাত ২ টার দিকে তৎকালীন আওয়ামীলীগ সরকারের ক্ষমতার দাপটে অবৈধ ভাবে জোর পূর্বক উক্ত জমিতে থাকা ২০টি বড় বড় ইউকেলেপ্টাস গাছ কেটে বিক্রি করে নেন। যার বাজার মূল্য এক লক্ষ টাকার অধিক হবে। এবং জমিতে জোর পূর্বক পাকা বাড়ী নির্মান করিয়া সেখানে বসবাস করছে। সে সময় রাজনৈতিক পরিবেশ অভিযুক্তদের অনুকুলে থাকায় তাদের বিরুদ্ধে ভুক্তভোগী মামলা করতে সাহস পায়নি।
পরবর্তীতে এ বছরের ১ মার্চ সকাল ১০ টার সময় অভিযুক্ত মাশানের দেখা পেয়ে জমি ছাড়িয়া দিতে বললে আসামীগন তাহাদের বাড়ী হইতে ধারালো ছোড়া বাহির করিয়া উক্ত ছোড়া দিয়া ভুক্তভোগী শফিকুল ইসলাম কে খুন জখম সহ প্রাণনাশের হুমকি দেয়।
এবিষয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম মাশানের স্ত্রী শামসুন্নাহার বলেন, জমিটি আমাদের নয়। আমার বরের ভাতিজা জমিটা আমাদের লিখে দেয়ার কথা ছিলো কিন্তু দেয়নি। আদালতে মামলা চলছে রায়ে যা হয় তাই মেনে নিবো।
হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন-নবী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৪:২৪ অপরাহ্ণ | বুধবার, ১৯ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com