
এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, কুড়িগ্রাম : | বুধবার, ১৯ মার্চ ২০২৫ | প্রিন্ট | 50 বার পঠিত
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় রংপুর শহর থেকে তাকে আটক করা হয়।
কুড়িগ্রাম ডিবি পুলিশের পরিদর্শক বজলার রহমান জানান, সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে কুড়িগ্রামে আনা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আশিক হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে এবং রিমান্ডের আবেদন করা হবে বলে তিনি জানান।
Posted ৪:৫৯ অপরাহ্ণ | বুধবার, ১৯ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com