মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ-এর গ্রাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শনিবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে গ্রাজুয়েশন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থট (বিআইআইটি) এর চেয়ারম্যান এবং ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইআইটি) এর ফ্যাকাল্টি ড. মোহাম্মাদ আবদুল আজিজ। এসময় তিনি বলেন, আমি গ্রাজুয়েট শিক্ষার্থীদেরকে তিনটি শব্দ বলতে চাই। আপনারা সকলেই এর সাথে সম্পর্কিত। শব্দ তিনটি হলো ভিশন, কমিটমেন্ট এবং অ্যাকশন। এই শব্দগুলো খুবই শক্তিশালী। যেখানে কোন ভিশন নেই, সেখানে কোন প্রতিশ্রুতিও নেই। আর যেখানে কোন প্রতিশ্রুতি নেই, সেখানে কাজও হবে না।
এজন্য ভিশন খুবই গুরুত্বপূর্ণ এবং একজন শিক্ষাবিদ হিসেবে আমাদের সেদিকে সজাগ দৃষ্টি দেয়া প্রয়োজন। তিনি আরও বলেন, আমাদেরকে কেবল ইংরেজি ভাষা দক্ষতা অর্জন করলেই হবে না পাশাপাশি আরবি ভাষার দক্ষতাও প্রয়োজন। কারণ, আরবি ভাষা ৯০০ বছর ধরে বিশ্বজুড়ে অগ্রণী ভূমিকা পালন করেছিল। তাছাড়া আমাদের মাতৃভাষা বাংলায়ও দক্ষতা রাখতে হবে। কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল স, ম, মাহবুব-উল-আলম, ওএসপি, এসজিপি, এনডিসি, পিএসসি, (অব.) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর আবু নাসের মোহাম্মাদ আব্দুজ জাহের বলেন, অবশ্যই আমি এই সুযোগে স্নাতকোত্তর শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাতে চাই। আমাদের কলেজ ছিল বাংলাদেশের ইংরেজি মাধ্যমে প্রতিষ্ঠিত দ্বিতীয় কলেজ। আমার চাওয়া হলো, সকল দিক থেকে যেনো আমাদের কলেজ প্রথম স্থান দখল করে।
আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা পৃথিবীর যে প্রান্তেই যাও না কেন, তোমরা যেন ইসলামের কালিমাকে ধারণ করো। সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ বলেন, আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশের সবচেয়ে উপযুক্ত দূত হবে গোটা বিশে^র কাছে এবং মুসলিম উম্মাহর কাছে। আমি আশা করি, আমাদের শিক্ষার্থীরা ঐতিহ্যে সমৃদ্ধ উপাদান সংযোজনে আরো গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আর তারা ন্যায়নিষ্ঠ পথ দেখানোর জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হবে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানারাত ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মাদ ফজলুর রহমান, মানারাত ট্রাস্টের সদস্য অধ্যাপক ড. মো. ফজলুল হক, একাডেমিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোজাম্মেল হক, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের বিজনেস ডেভলোপমেন্ট ডিরেক্টর সারওয়াত রেজা, কলেজের উপাধ্যক্ষ তাহমিনা ইয়াসমীন, কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফ আল দীন, কলেজের সাবেক উপাধ্যক্ষ ফাতেমা জেমাইমা রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শক শ্রোতাদের মুগ্ধ করে। গ্রাজয়েশন অনুষ্ঠানে কৃতি ও-লেভেল এবং এ-লেভেল পরীক্ষায় সর্বোচ্চ এবং দেশের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। ও-লেভেল পরীক্ষায় ইসলামিক স্টাডিজ ও গণিতে বিশ্বে সবোর্চ্চ নম্বর পেয়েছেন আবরার আবদুল্লাহ মোহাম্মাদ ফারহীন হাসনাত, গণিত ও পদার্থে বসবোর্চ্চ নম্বর পেয়েছেন নিশাত রহমান অবণী। এছাড়া অন্যান্য কৃতি শিক্ষার্থীরা হলেন, সানিয়া সাহার, জাহরা মেহজাবিন রিদা, জাইফ বিন মোর্শেদ, এনান আলী, মোহাম্মাদ মুশফিকুর রহমান ও ফারিহা তাসনিম প্রমুখ।