
গোয়াইনঘাট প্রতিনিধি | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 79 বার পঠিত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের মিত্রিমহল গ্রামে অবস্থিত আল মদিনা জামে মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন সিলেট-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্দুল হক। সোমবার ১০ ফেব্রয়ারি দুপুরে পঞ্চম তলা বিশিষ্ট মিত্রিমহল আল মদিনা জামে মসজিদের প্রথম তলার নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি নগদ এক লক্ষ টাকা সহায়তা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। সংক্ষিপ্ত বক্তব্য আলহাজ্ব আব্দুল হক বলেন,গোয়াইনঘাট জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ মিলে সিলেট ৪ আসন প্রাকৃতিক ও খনিজ সম্পদে ভরপুর দেশের গুরুত্বপূর্ণ একটি আসন।
স্বাধীনতা পরবর্তী এই আসনের মানুষগুলো শিক্ষা দীক্ষায় যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে।তাই এই আসনের মানুষের কাঙ্খিত প্রত্যাশা পূরণে আগামী সংসদ নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন,আমি আশাবাদী এই আসনের মানুষ স্থানীয় নেতৃত্বকে গুরুত্ব দিলে তবেই তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তিনি বলেন এই আসনের বেশ কয়েকটি জায়গায় আমি গিয়ে মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি,অনেকে আমার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এই আসনের মানুষের শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
আল মদিনা জামে মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে শুকরানা বক্তব্য রাখেন,মসজিদের প্রতিষ্ঠাতা বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান (আতাই),সমাজসেবী ফারুক আহমদ ও বিএনপি নেতা আলহাজ্ব ফরিদ আহমদ। উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি ইদ্রিস আলী,তেরামিয়া,ব্যবসায়ী সিরাজ উদ্দিন, বিলাল আহমদ, জহুর আহমদ সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Posted ১০:৩০ পূর্বাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com