
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ | প্রিন্ট | 46 বার পঠিত
রামগঞ্জের গরিব অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পৃথক পৃথক স্থানে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী আল মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারীর সৌজন্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
২নং নোয়াগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ড সাউদেরখিল প্রাইমারি স্কুলে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন, নোয়াগাঁও ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী শামসুল হক ভূঁইয়াসহ আরও উপস্থিত ছিলেন, ওয়ার্ড সভাপতি মোঃ জাকির হোসেন, সেক্রেটারি হাফেজ নাসির উদ্দিন ও মোহাম্মদ রুবেল হোসেনসহ অনেকে।
৪নং ইছাপুর ইউনিয়নের ২নং দঃ নারায়নপুর ও ৯নং রাঘবপুর ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব ডাঃ রফিকুল ইসলাম, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন তালুকদারসহ আরো উপস্থিত ছিলেন, উপজেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিঃ মুহা. ইয়াছিন পাটওয়ারী, ইউনিয়ন ইসলামী আন্দোলন সভাপতি ডাঃ ইসমাইল হোসেনসহ অনেকে।
৮নং করপাড়া ইউনিয়নের ভাটিয়ালপুর ওয়ার্ডে সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ সভাপতি মোঃ মামুনুর রশিদ, ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি হাফেজ মোঃ ইউসুফ, ভাটিয়ালপুর ওয়ার্ড সভাপতি গুলজার হোসাইন সহ অনেকে।
৯নং ভোলাকোট ইউনিয়নের ৪নং ও ৫নং ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন ইসলামী আন্দোলনের সেক্রেটারী মু. মনির হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা সভাপতি আল-আমিন ও ওয়ার্ড দায়ীত্বশীলবৃন্দ।
১০ নং ভাটরা ইউনিয়ন এর আওতাধীন ৩নং ওয়ার্ড মাহমুদপুর, কান্দিরপাড়, শরীফপুর, হাশিমপুর এবং ৬নং মাইজপাড়া, হিরাপুর, গুস্তার পাড়া ওয়ার্ডে ইফতার ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবুল হোসাইন নোমান, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ দুটি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারী সৌজন্যে উপজেলায় মোট ৫০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।
Posted ১:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com