
সাব্বির অর্নব নালিতাবাড়ী প্রতিনিধি: | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | প্রিন্ট | 29 বার পঠিত
শেরপুরের নালিতাবাড়ীতে পাহাড়ি নদী চেল্লাখালীর পানিতে ডুবে আবির রহমান নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ মার্চ) বেলা সাড়ে এগারোটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবির ওই এলাকার শেখ ফরিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোড়াবাড়ি এলাকার মাজম আলীর ৪ বছর বয়সী ছেলে মানিক ও শেখ ফরিদের ছেলে ৬ বছর বয়সী ছেলে আবির রহমান চেল্লাখালী নদীতে খেলা করছিল। এসময় অসাবধানতাবশত স্রোতের টানে শিশুরা গভীরে চলে গেলে তাৎক্ষণিক দেখে ফেলায় মানিককে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে আবির পানিতে তলিয়ে যাওয়ায় কেউ দেখতে পায়নি। কিন্তু বেশকিছু সময় আবিরকে না পেয়ে একপর্যায়ে মাছ ধরার জাল দিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা। বিকেলের দিকে আবিরের সলিল সমাধি উদ্ধার হয়। পরে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রহুল আমীন ও নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর বিভিন্ন স্থানে গভীর খাদ সৃষ্টি হওয়ায় শুস্ক মৌসুমে হাঁটুজলের নদীতে এ দুর্ঘটনা ঘটে।
Posted ২:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com