
মোঃ হৃদয় জবি প্রতিবেদক: | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | প্রিন্ট | 52 বার পঠিত
সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেছেন, ‘ক্যাম্পাসে স্থীতিশীলতা রাখতে, শিক্ষার্থীদের সব দাবি আদায়ের লক্ষ্যে অবশ্যই প্রত্যেক ক্যাম্পাসে ছাত্রসংসদ প্রয়োজন। এরই পরিপ্রেক্ষিতে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্রসংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
সোমবার (১৭ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাখা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘দেশের সব গুরুত্বপূর্ণ আন্দোলনে নেতৃত্ব দেন ছাত্ররা। ছাত্রদের নেতৃত্বেই দেশের বড় পরিবর্তন এসেছে। জাতীয় নিরাপত্তা, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের জন্য সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করতে হবে। এ জন্য প্রতিটি ক্যাম্পাস হোক, লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতিমুক্ত। রাজনীতি হবে শিক্ষার্থীদের জন্য।’
বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে কারো সামনে কথা বলতে ভয় পান না। কারণ তাদেরই স্লোগান ছিল, সব শালারা বাটপার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব সময় দেশের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করবে, এটাই প্রত্যাশা।’
জবি ছাত্র অধিকারে সাধারণ সম্পাদক রায়হান হোসেন রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সভাপতি এ কে এম রাকিব। এসময় শাখা ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরাসহ অন্য ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Posted ২:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com