গাইবান্ধা শহরের ২নং রেলগেট সংলগ্ন উদয়ন প্রেসে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের গানাসাস মার্কেটের সামনে ব্যবসায়ীরা এ মানববন্ধন করেন। জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক জাভেদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, কার ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সমপাদক মঞ্জু মিয়া, জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি রবিন সেন, ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রউফ মিয়া, মারুফ হোসেন, আলমগীর হোসেনসহ ২নং রেলগেট কলেজ রোড ও সার্কুলার রোডের ব্যবসায়ী নেতৃবৃন্দ। বক্তারা বলেন, গাইবান্ধা শহরের সার্কুলার রোড, ২নং রেলগেট এলাকার সুইপার কলোনি মাদকের অভয়ারণ্য হয়ে উঠেছে।
ওই কলোনির একদল সুইপার গত রোববার বিকেলে এলাকার উদয়ন প্রেসে গিয়ে চাঁদা দাবি করে। প্রেসের মালিক আব্দুর রউফ মিয়া চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রেসে লুটপাট চালিয়ে ছেলে লিমন মিয়াকে বেধড়ক মারপিট করে। আহত লিমন মিয়া গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সুইপার নামের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও মাদক আস্তানা উচ্ছেদ করার দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন ।