
বাংলা দৈনিক ডেস্ক: | বুধবার, ০৮ মে ২০২৪ | প্রিন্ট | 62 বার পঠিত
ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ওপারে দুই বাংলাদেশির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার ফাঁসিদেওয়া ব্লকের মানগছ এলাকায় বিএসএফের বিওপির কাছে কাঁটাতারের ভিতরে দুই যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা সীমান্তের এলাকায় ভিড় করেন।
ফাঁসিদেওয়া থানার পুলিশ এবং বিএসএফ মৃতদেহ দুটি কাঁটাতারের ভিতর থেকে উদ্ধার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহের মাথায় ক্ষতের চিহ্ন রয়েছে। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে ওই এলাকায় অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল। তদন্তকারীদের অনুমান, গরু পাচারের উদ্দেশ্যেই পাচারকারীরা ভারতে প্রবেশ করে থাকতে পারে , সে সময় সীমান্তে কর্তব্যরত বিএসএফ গুলি চালিয়ে তাদের হত্যা করে। এরজেরে দুই বাংলাদেশির মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে, বিএসএফ এবিষয়ে কিছু জানায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মৃতরা হলেন ১- জলিল (২৪) ,পিতা জুনু মিয়া ,গ্রাম: মাগুড়া তেঁতুলিয়া । ২-ইয়াসীন আলী(২৩), পিতা কেতাব আলী ব্রমতোল,তিরনইহাট, তেঁতুলিয়া।
Posted ৯:৫২ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ মে ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com