
সাগর হোসাইন, বদলগাঁছী(নওগাঁ) প্রতিনিধিঃ | শনিবার, ১১ মে ২০২৪ | প্রিন্ট | 48 বার পঠিত
নওগাঁর বদলগাছীতে পৃথক পৃথক অভিযান ট্যাপটাডলসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করছ র্যাব-৫।
র্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই সার্বিক আইন-শখলা পরিস্থিতি সন্মিনত রাখার লক্ষ্য সব ধরনর অপরাধীকে আইনের আওতায় নিয় আসার অগ্রণী ভূমিকা পালন কর আসছ ।
জঙ্গি, সন্তাসী, সঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধর বিরুদ্ধ নিয়মিত অভিযান পরিচালনা কর আসছ।
এরই ধারাবাহিকতায় গায়দা তথ্যর ভিত্তিত, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর একটি চৌকস আভিযানিক দল ১০ ম ২০২৪ তারিখ পৃথক অভিযানে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন চকবনমলী এলাকা হত ২৮০ পিচ ট্যাপটাডলসহ মাদক ব্যবসায়ী কে গ্রফতার করছে।গ্রফতার কৃত আসামি ১। মোছাঃ মাহফুজা বগম (৪৬), পিতা-মোঃ গফুর, সাং-চকবাড়িয়া, ২। মোছাঃ নাহার বেগম (৪০), পিতা-মাঃ গফির,সাং-চকরামচদ্র, উভয়ের থানা-সদর, জেলা-নওগাঁ।
বদলগাছী উপজেলার মথুরাপুর এলাকা হতে ১২০ পিচ ট্যাপটাডল সহ মাদক ব্যবসায়ী মাঃ রুবল হাসন (৩১), পিতা-মাঃ দলায়ার হাসন, সাং-গয়েশপুর, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকিত আসামীরা সকলই চিহ্নিত মাদক কারবারী। তারা সীমাÍবর্তী এলাকা থেক মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করত।
এমন সংবাদর ভিত্তিতে গত কয়কদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গয়েদা দল উক্ত ব্যক্তিদর গতিবিধি পর্যবক্ষণ শুরু কর। ১০-০৫-২০২৪ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদরক মাদক ক্রয়-বিক্রয়র সময় পৃথক অভিযানে নওগাঁ জলার বদলগাছী থানাধীন চকবনমালী ও মথুরাপুর এলাকা থেকে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল আটক কর।
পরবর্তীতে উপস্থিতিতে জন সংমুখে উক্ত আসামীদরক তল্লাশি করল তাদের নিকট থেকে মাদকদ্রব্য ৪০০ পিচ ট্যাপটাডল উদ্ধার করা হয়।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকটর অন্যান্য সদস্যদর ধরত র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পর গায়দা কার্যক্রম অব্যাহত রয়ছ।
গ্রফতারকত আসামীক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তাÍর করা হয়ছে।
Posted ২:১৬ অপরাহ্ণ | শনিবার, ১১ মে ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com