
ইমরান হোসেন রাজ | শনিবার, ১১ মে ২০২৪ | প্রিন্ট | 59 বার পঠিত
ফৌজদারি মামলার বিচার ব্যবস্থায় বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং তার সমাধান করে ন্যায়বিচার নিশ্চিতের লক্ষে যশোরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যশোর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর।
সভায় আরও অংশ নেন যশোরের পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, জেলা আইনজীবী সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলু, পিপি ইদ্রিস আলীসহ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সকল ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং যশোর জজশীপের সকল সিনিয়র সহকারী জজ ও মযাজিস্ট্রেট সহকারী জজবৃন্দ এ সভায় অংশ নেন। সভায় ফৌজদারী বিচার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রধান ও প্রতিনিধিদের স্বত:স্ফূর্ত অংশগ্রহনে বিচার কার্যকে আরো ত্বরান্বিত ও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়।
Posted ৪:৪১ অপরাহ্ণ | শনিবার, ১১ মে ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com