
মো:সৌরব | সোমবার, ০১ জুলাই ২০২৪ | প্রিন্ট | 55 বার পঠিত
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি,বরগুনা ইউনিটের আয়োজনে বেতাগীতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে বিনামূল্যে জরুরি চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১ জুলাই) সকাল থেকে দিনব্যাপি উপজেলার প্রত্যন্তপল্লী বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠী এলাকায় খ্রিষ্টান পাড়ার মিশনারি স্কুলে ২০০ অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের এ চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়।
বিনামূল্যে চিকিৎসা সেবা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান জীবন, ঢাকার হলিফ্যামেলী মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ডা. মোঃ আদিব সিদ্দিকী, বৈরব রেড ক্রিসেন্ট মাতৃশোধন কেন্দ্রের কমিউনিটি নিউওয়াইফ আইরিন আক্তার। এতে ভলান্টিয়ার হিসাবে সহযোগিতা করেন, যুব রেড ক্রিসেন্ট বরগুনা ইউনেট এর বিভাগীয় প্রধান আইসিটি মো. জিসানুর রহমান তানিম, বেতাগী উপজেলা বিভাগীয় প্রধান প্রশাসন মোঃ খাইরুল ইসলাম মুন্না, ভলান্টিয়ার পিএস।
Posted ২:৫৪ অপরাহ্ণ | সোমবার, ০১ জুলাই ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com