
আনোয়ার হোসেন | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 82 বার পঠিত
গাইবান্ধায় ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধ্বসে যাওয়া রাস্তা পরিদর্শন করলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ আল হাসান। এ সময় পুননির্মাণের নির্দেশ দেন এই রাস্তা। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ আল হাসান এ রাস্তাটি পরিদর্শন করেন। এসময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী জোবায়ের আহমেদ সঙ্গে ছিলেন।
এর আগে এইচবিবি প্রকল্পের আওতায় ৮৫ লাখ টাকা ব্যয়ে বল্লমঝাড় ইউনিয়নের আশরাফের মোড় থেকে রামচন্দ্রপুর ইউনিয়নের পাকা রাস্তা সংলগ্ন সদরুলের দোকান পর্যন্ত ৭০০ মিটার রাস্তাটির নির্মাণ কাজ গত ২০ সেপ্টেম্বর শেষ হয়।কাজ শেষ হবার কয়েক দিনের মধ্যেই রাস্তাটির বিভিন্ন স্থানে ধ্বসে যায়। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে জেলা প্রশাসনের নির্দেশে ইউএনও মো. মাহমুদ আল হাসান রাস্তাটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে স্থানীয়রা শুরু থেকেই শেষ পর্যন্ত ওই রাস্তার কাজে বিভিন্ন অনিয়ম-অসঙ্গতি এবং চলাফেরায় নানা সমস্যার কথা তুলে ধরেন। সেখানে ঠিকাদারের কোনো লোকজনের উপস্থিতি না পেয়ে উপ-সহকারী প্রকৌশলী জোবায়ের আহমেদের মাধ্যমে আগামীকালই কাজ শুরু করে রাস্তাটি পুনর্নির্মাণের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ আল হাসান।
Posted ৪:৩৪ অপরাহ্ণ | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com