বৃহস্পতিবার ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ ২জন গ্রেফতার

বদিউজ্জামান রাজাবাবু   |   সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   63 বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ ২জন গ্রেফতার

মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে মাদকসহ ২জন গ্রেফতার হয়েছে। সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ফেন্সিডিলসহ আটক হয় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউপির মোঃ তোজাম্মেল হক এর ছেলে মোঃ মামুনুর রশিদ ওরফে মামুন (২৫) এবং মোঃ ফাইজুল ইসলাম ওরফে বাবু (২১)।

ডিএনসির এক প্রেসনোটে এবং দায়ের করা মামলা সুত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন এর নেতৃত্বে চালানো অভিযানে একটি প্লাষ্টিক ব্যাগের মধ্যে অপিয়াম উদ্ধৃত কোডিন ফসফেট মিশ্রিত তরল পদার্থ, যার বানিজ্যিক নাম ‘ফেনসিডিল’ ২২ (বাইশ) বোতল, প্রতিটি প্লাস্টিক বোতলে ১০০ (একশত) মি.লি করে সর্বমোট ওজন (১০০০২২)=২ হাজার ২’শ মি.লি বা ২.২ (দুই দশমিক দুই) লিটার। জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৪৪ হাজার টাকা।

অভিযানে অংশ নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক মোঃ আব্দুল ওয়ারেছ, সহকারী উপ-পরিদর্শক মোঃ জান্নাতুন নাঈম আল ফেরদৌস, সহকারী উপ-পরিদর্শক মোঃ মামুনুর রশিদ, সহকারী উপ-পরিদর্শক মোঃ মাসুদ মিয়া, সিপাই মোঃ আরিফুল ইসলাম, সিপাই মোঃ সজিব আহমেদ, সিপাই মোঃ আবুল বাশার, সিপাই মোঃ সারোয়ার হোসেন, সিপাই আবু হাসান সিদ্দিক, সিপাই মোঃ আখতারুজ্জামান এবং সোনামসজিদ বি.ও.পি একজন হাবিলদারসহ মোট ০৪ (চার) জন বিজিবি সদস্যসহ রেইডিং টিম। জিজ্ঞাসাবাদে, তারা পারস্পারিক প্ররোচনা ও যোগসাজসে মাদকদ্রব্য ফেনসিডিল ব্যবসার কথা কথা স্বীকার করে। আটককৃতদের যথাসময়ে নিজ-আদালতে সোপর্দ করার কথাও বলা হয় মামলায়।

Facebook Comments Box

Posted ৬:১২ অপরাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com