
সোহাগ ইসলাম | বুধবার, ০২ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 84 বার পঠিত
নীলফামারীর ডিমলায় ১০ম ৯ম গ্রেড এর ন্যায্য অধিকারের দাবিতে বুধবার বিকেল চারটায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে ডিমলা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকরা। ডিমলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি পেশ করে, উপজেলা চত্বরে বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সমিতি ডিমলা উপজেলা শাখার সভাপতি মোঃ তাজউদ্দীন, মোঃ আমজাদুল হক, ডিমলা উপজেলা শাখার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ রায়হান ইবনে আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ নুর আলম,সহকারী শিক্ষক মোঃ হাসিম উল ফারুক, সহকারি শিক্ষক মোঃ শামসুল হক, আসাদুজ্জামান কমল অলিয়ার রহমান, মমিনুর রহমান,শাহেদ আদনান হাসান শাহরিয়ার, আনোয়ার হোসেন,আজিজুল ইসলাম, মমিনুল ইসলাম, সহ শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
Posted ২:৪৬ অপরাহ্ণ | বুধবার, ০২ অক্টোবর ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com