বুধবার ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

তাড়াইলে দারুল কুরআন মাদরাসার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

তাড়াইল কিশোরগঞ্জ প্রতিনিধি   |   শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   114 বার পঠিত

তাড়াইলে দারুল কুরআন মাদরাসার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কিশারগঞ্জের তাড়াইল উপজেলা সদরের দারুল কুরআন মাদরাসা ও দারুল কুরআন মহিলা মাদরাসার পবিত্র কুরআনের সবক প্রদান, শিক্ষা প্রদর্শনী, বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান (২১ ডিসেম্বর) শনিবার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সদরের খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্স মাঠে দারুল কুরআনের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কুরআনের সবক প্রদান করেন তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা ফয়েজ উদ্দিন।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আকতার আছেফা মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মো. সারোয়ার হোসেন লিটন, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কিশারগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ছাদেকুর রহমান।

দারুল কুরআনের সহকারী পরিচালক হাফেজ মাওলানা এনায়েতুল্লাহ্, মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ইসরাত জাহান হুমায়রা ও তৃতীয় শ্রেণির ছাত্রী জান্নাতুল ফাতেমার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দারুল কুরআনের সভাপতি হাফেজ মাওলানা নজরুল ইসলাম, জাওয়ার এমদাদুল উলুম মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আইনুল ইসলাম, তাড়াইল থানা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারি মোশাহিদুর রহমান, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারী কলেজের প্রভাষক আবু জামাল, দিগদাইড় ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মো. সারোয়ার আলম, জাওয়ার ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আখলাকুল ইসলাম অংকুর, পশ্চিম সাচাইল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল হাই, তাড়াইল উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীন, তাড়াইল আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (অব.) প্রধান শিক্ষক আবদুল কাইয়ূম আকন্দ, বিএনপি নেতা হাজী উমর ফারুক, নান্দাইল উপজেলার জামিয়া আহাদিয়া বারুইগ্রামের শিক্ষা সচিব মাওলানা খাইরুল ইসলাম, ধলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মো. কামরুজ্জামান, জামিয়া হুমায়রা (রা.) মহিলা মাদরাসার শিক্ষা সচিব মাওলানা শফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন তাড়াইল উপজেলার জিসি মো. নূরুল আলম, ধলা ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে মাদরাসার বার্ষিক পরীক্ষায় বিভিন্ন শ্রেণিতে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী ও শতভাগ উপস্থিতি এবং বোর্ডের পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া ও এপ্লাস বা মুমতায পেয়ে উত্তীর্ণদের মাদরাসার পক্ষ থেকে ৬৮টি ও বোর্ডের পক্ষ থেকে ১৪টি পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও উত্তীর্ণ আরো ১৪৬ জন শিক্ষার্থীকে সাধারণ পুরস্কার প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ৫:২৮ অপরাহ্ণ | শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

bangladoinik.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

https://prothomalo.com
https://prothomalo.com

এ বিভাগের আরও খবর

https://prothomalo.com
https://prothomalo.com
সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

2nd floor, Opposite building of Muradnagar Thana gate, Muradnagar-3540, Bangladesh

01941702035, 01917142520

bangladoinik@gmail.com

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com