
আনোয়ার হোসেন | শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 46 বার পঠিত
গাইবান্ধায় ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবহার এবং বদলি পরীক্ষা দেয়ার অভিযোগে ৪জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও মুদ্রাক্ষরিক পদে ১৩ জন এবং হিসাব সহকারী পদে ৩ জনের পদপূরণে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০ টায় শুরু হওয়া দেড় ঘণ্টার লিখিত পরীক্ষা চলে সাড়ে ১১ টা পর্যন্ত। পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, শাহ সুলতান (৩২), আসাদুজ্জামান আসাদ, রাসেদ আহমেদ (২৪) ও সাইমুন ইসলাম (২৫)। সবাই গাইবান্ধা জেলার বাসিন্দা। ছাইমুন ইসলাম ভবানীপুরের শামসুল হকের ছেলে, আসাদুজ্জামান সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ছাপরহাটী গ্রামের কামাল হোসেনের ছেলে, শাহ সুলতান মধ্য উড়িয়ার আবুল কালাম আজাদের ছেলে এবং রাশেদ আহমেদ গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি এলাকার বুলবুল আহমেদের ছেলে। তাদের মধ্যে ছাইমুন ইসলামের কাছ থেকে ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া গেছে এবং আসাদুজ্জামান আসাদ (প্রক্সি) মূল পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন।
এছাড়া শাহ সুলতান ও রাশেদ আহমেদ নামে অপর দুজনকে সন্দেহ ভাজন হিসেবে আটক করা হয়েছে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য জনবল নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার ও প্রক্সি পরিক্ষা দেওয়া দুই পরিক্ষার্থীসহ ৪জনকে গ্রেফতার করা হয়েছে।
Posted ২:৫৭ অপরাহ্ণ | শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com