
জবি সংবাদদাতা: | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 99 বার পঠিত
‘সাংস্কৃতিক দৈন্যতা দূর করি সম্প্রীতির সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যে কে সামনে রেখে বাংলাদেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ’ এর অষ্টম সম্মেলন ও দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের ৪০৩ নং রুমে উদ্বোধনী আয়োজন শুরু হয়। জাতীয় সংগীত, উদীচী সংগীত, জাতীয় পতাকা ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র পতাকা উত্তোলনের মাধ্যমে।
প্রায় তিন ঘন্টা সম্মেলনের উদ্বোধনী ও আলোচনা পর্বের সভাপতিত্ব করেন অষ্টম সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক ও উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সপ্তম কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ফতেহ আলী খান আকাশ। মধ্যাহ্ন বিরতির পর সংগঠনটির কার্যালয়ে সম্মেলন অধিবেশনে পূর্বের কমিটি (৭ম) বিলুপ্ত করে নতুন কমিটি (৮ম) ঘোষনা করা হয়। নতুন কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি অমিত রঞ্জন দে এবং নাজমুল আজাদ।
অষ্টম সম্মেলনের মাধ্যমে উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদে সভাপতি নির্বাচিত হয়েছেন গৌরব ভৌমিক, সহঃ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হালিমা আক্তার বৃষ্টি, ব্রজো গোপাল রায়, রাজিন মোহাম্মদ বাবু।
সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আমরিন জাহান অপি। সহঃ সাধারণ সম্পাদক হিসেবে পেয়েছেন আবিদুল হক রাহাত। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়ছেন সংযুক্তা রায়। ছয় সদস্য বিশিষ্ট সম্পাদক মন্ডলীতে আছেন খাদিজা তুল কুবরা, তীর্থ মন্ডল রকি, আরিফ হাসান হৃদয়, শুভ্রা তালুকদার, মৌমিতা রানী সূত্রধর, পুষ্পিতা লোধ। এছাড়াও জাতীয় পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয় আমরিন জাহান অপিকে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম।
নির্বাচনী কমিটির (সাবজেক্ট কমিটি) প্রস্তাবনা সর্বসম্মতিক্রমে পাস হওয়ার পর নব গঠিত কমিটির সকলকে শপথ পাঠ করান বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় প্রতিনিধি অমিত রঞ্জন দে।
উদীচী জবি সংসদের সভাপতি গৌরব ভৌমিক বলেন, প্রগতিশীল চিন্তাধারার সংগঠন উদীচী জবি সংসদের নবনির্বাচিত সভাপতি হিসেবে আমার সর্বপ্রথম ও সর্বপ্রধান দায়িত্ব হবে ক্যাম্পাসকে সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করা।উদীচী জবি সংসদের যে সুনাম আমাদের পূর্বসূরিরা অর্জন করে গেছেন তার ধারা অব্যাহত রাখা।দেশের সংকটময় পরিস্থিতিতে উদীচীর বিভিন্ন শাখা যেমন সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেই পথে উদীচী জবি সংসদকে চালনা করা।এরজন্য দরকার নতুনদের সহায়তা।আশা করি নতুনরা মুখরিত করবে অবকাশ ভবনের ৪০৩ নম্বর কক্ষ।
উদীচী জবি সংসদের সাধারণ সম্পাদক আমরিন জাহান অপি বলেন, যারা আমাকে এই গুরুদায়িত্বে নির্বাচিত করেছেন। আমাদের সংগঠন উদীচী সবসময় সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখেছে এবং সামনের দিনগুলোতে আমরা এই ধারাবাহিকতায় আমাদের কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করছি।
আমরা নতুন পরিকল্পনা, অনুষ্ঠানের আয়োজন এবং বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার জন্য সচেষ্ট থাকব। আমাদের লক্ষ্য হবে সব শিক্ষার্থীর অংশগ্রহণে একটি প্রাণবন্ত এবং সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশ তৈরি করা। যাতে সবাই নিজেদের প্রতিভা ও সৃজনশীলতাকে তুলে ধরতে পারে। শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানো, সাধারণ মানুষের সাথে সহযোগিতা বৃদ্ধি করা এবং স্থানীয় সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখা আমাদের লক্ষ্য। এই উপলক্ষে, আমি সকলের সহযোগিতা ও ভিতর অন্তরিকতা কামনা করছি। আসুন আমরা একত্রে আমাদের সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাই।
উদীচী জবি সংসদের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় ও সাংস্কৃতিক রাজনীতির উত্তপ্ত পরিস্থিতিতে সবমিলিয়ে দারুণ সময়ে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে উচ্ছ্বাস প্রকাশ করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক আলোচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদীচীর কর্মকাণ্ডের প্রশংসা করেন, অবকাঠামোগত উন্নয়নের আশ্বাস প্রদান করেন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম।
Posted ৪:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com