
রিয়াদ ইসলাম, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 102 বার পঠিত
নীলফামারীর জলঢাকায় ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের (অটোভ্যান) মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল (২৯ জানুয়ারি) সকাল ৭ টায় ডালিয়া-রংপুর মহাসড়কে পৌরসভার মন্থেরডাঙ্গা ব্রিজ সংলগ্ন ভুট্টুর বাড়ীর সামনে পাকা রাস্তার উপরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোলমুন্ডা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভাবনচুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে আব্দুস ছালাম (৬৫) ও পৌরসভার কাজির হাট গ্রামের হালিমুর রহমানের ছেলে রনি ইসলাম (৩৫)। এ ঘটনায় জলঢাকা পৌরসভার মুক্তারুল আলমের ছেলে আসাদুল(৩৫), জমসের আলীর ছেলে রহমতউল্লাহ, তয়েজ উদ্দীনের ছেলে আব্দুল গফফার, হাফিজুর রহমানের ছেলে কাউসার জাহান সহ আরও দুইজন আহত হয়েছেন।
জানা যায়, জলঢাকা পৌরসভার মন্থের ডাঙ্গা ব্রিজ সংলগ্ন ভুট্টুর বাড়ির সামনে পাকা রাস্তার উপর ট্রাক ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটলে আশপাশের লোকজন থানায় খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত নিহত এবং আহতদের জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে গুরুতর অবস্থা দেখে রনি নামে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিরা বর্তমানে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছে। একটি ট্রাক গাড়ি ঢাকা মেট্রো-ট নং-২৪-৪৩২৭ ও ব্যাটারি চালিত একটি অটো রিক্সা থানা হেফাজতে আছে। এ ঘটনায় টাঙ্গাইল কালিহাতী সলঙ্গা এলাকার মোহাম্মদ আলীর ছেলে কারিমুল ইসলাম (২২) নামে একজন গ্রেফতার হয়েছেন।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, দুর্ঘটনা বিষয়ে একটি নিয়মিত মামলা হয়েছে।
Posted ৪:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com