
আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 83 বার পঠিত
গাইবান্ধা জেলা শহর সংলগ্ন কদমতলী এলাকায় মাসব্যাপী ‘আনন্দ মেলার’ নামে অশ্লীল যাত্রাপালা, জুয়া, হাউজি’র আয়োজন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে স্থানীয়রা।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা খোলাহাটি ইউনিয়নের কদমতলী এলাকায় সচেতন এলাকাবাসীর আয়োজনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কদমতলী থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পূর্ব কোমরনই পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি আব্দুল সবুর খান, সাধারণ সম্পাদক শাহ মো. আমজাদ হোসেন, খতিব মওলানা আব্দুল মাজেদ, সদস্য ছমছের আলীসহ অন্যান্যরা
বক্তারা বলেন, আগামী শুক্রবারের মধ্যে এসব বন্ধ করা না হলে সকলকে সাথে নিয়ে মেলার নামে জুয়া চালানোর সকল আয়োজন গুঁড়িয়ে দেয়া হবে।বিক্ষোভ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
Posted ১:০৮ অপরাহ্ণ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com