
| শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 140 বার পঠিত
ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ওমান বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়, যেখানে বক্তারা বাংলা ভাষার মর্যাদা ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “প্রবাসে থেকেও আমরা মাতৃভাষার প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে চাই। এই দিনটি আমাদের জাতীয় গর্বের প্রতীক।”
অনুষ্ঠানে আরও ছিল কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও বিশেষ দোয়া মাহফিল। প্রবাসী বাংলাদেশিরা এ আয়োজনে ব্যাপকভাবে অংশগ্রহণ করেন এবং দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন।
Posted ৯:০৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com