
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 64 বার পঠিত
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিশিগান শাখার আয়োজনে মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের রুহের মাগফিরাত ও দেশনেত্রী বিএনপির চেয়ারপাস’ন অসুস্হ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল গত ২৩শে ফেব্রুয়ারি রবিবার বাদ মাগরিব ওয়ারেন সিটির আল ইহসান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলটি পরিচালনা করেন মসজিদের ঈমাম মাওলানা ফখরুল ইসলাম ও সংগঠনের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ আফজল চৌধুরী।
উক্ত দোয়া মাহফিলে ১৯৫২ সাল থেকে ২০২৪ সাল পয’ন্ত ভাষা ও দেশের গণতন্ত্র রক্ষার জন্য যারা শহীদ হয়েছেন এবং অসুস্হ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও অসুস্থ মিশিগান বিএনপির সাধারণ সম্পাদক জনাব সেলিম আহমদের সুস্হতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিশিগান শাখার সভাপতি জনাব দেওয়ান আকমল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জনাব নুরুল হক, মিশিগান বিএনপির সাবেক উপদেষ্টা জনাব খন্দকার ইউছুফ কামাল ও জনাব রাজু তালুকদার (সাবেক চেয়ারম্যান), ভাদেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা জনাব জিলাল উদ্দীন, ফুলসাইন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা জনাব নছিরুল হক শাহীন, জনাব এবাদ আহমদ, জনাব সাহাদাত হোসেন মিন্টু, আলী ওয়াসিমুজ্জামান রনি, কামাল আহমদ, এনাম আহমদ, আবুল কাশেম মোশে’দ, শহীদ আহমদসহ মিশিগান বিএনপি যুবদল, স্বেচছাসেবক দল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া শেষে সিন্নি বিতরণের পাশাপাশি সংগঠনের সভাপতি আগামী ৯ই মাচ’ পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল হ্যামট্রাম্যাক সিটির আলাদিন রেষ্টুরেন্টে আয়োজনের ঘোষণা করেন এবং সকলের উপস্হিতি ও সফলতা কামনা করেন।
Posted ৭:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com