
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ | প্রিন্ট | 46 বার পঠিত
”দুর্যোগের পূর্বাভাস” প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। সোমবার (১০ মার্চ) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থপনা বিভাগ(ডিডিএম) এর আয়োজনে এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক হোসাইন উজ্জ্বল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ, হোসেনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ শামছুল হক, আমার বাড়ি, আমার খামার প্রকল্পের মাজহারুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী সাহাবুল ইসলাম প্রমুখ।
পরে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকান্ড বিষয়ে সচেতনা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।
Posted ৩:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com