
নাদিমুল আল তানভীর : | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ | প্রিন্ট | 147 বার পঠিত
বাংলাদেশ সাংবাদিক সমিতির মুরাদনগর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেলে কোম্পানীগঞ্জ বাংলা রেস্তোরাঁর কনফারেন্স রুমে দ্বি-বার্ষিক সম্মেলনে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এন এ মুরাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন জালাল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাদা এমরান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনকিলাবের নিজস্ব প্রতিবেদক সাদিক হোসেন মামুন, সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুক তাপস, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার সুভাষ সাহা ও অধ্যাপক শাহআলম জাহাঙ্গীর।
দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি এন এ মুরাদ ও সঞ্চালনায় ছিলেন সিয়াম খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুগান্তর পত্রিকার কুমিল্লা ব্যুরো ও আরটিভির কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি আবুল খায়ের। তিনি বলেন, “গণমাধ্যম একটি রাষ্ট্রের অন্যতম স্তম্ভ। স্বাধীন গণমাধ্যম যত শক্তিশালী হয়, দেশ তত উন্নত হয়। কিন্তু দুঃখজনকভাবে গণমাধ্যমকে কেন্দ্র করে নোংরা রাজনীতি করা হয়, যা রুখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।”
নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি মমিনুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি মোহাম্মদ আলী, আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক এম ফয়জুল ইসলাম, অর্থ সম্পাদক আবুল বাশার, দপ্তর সম্পাদক আনোয়ার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, তথ্য ও আইসিটি সম্পাদক প্রিয়ন্ত মজুমদার, প্রচার সম্পাদক শহীদুল্লাহ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান।
এছাড়াও কার্যনির্বাহী ও সাধারণ সদস্য পদে রয়েছেন আবদুল্লাহ আল মেহেদী, গোলাম মোস্তফা, ইব্রাহীম মুন্সি, জাকির হোসেন, আব্দুল আলীম, বশির আহমেদ ডালিম, নাজমুল হোসেন, আজিজুল হক, মুশফিকুর রহমান, নাদিমুল আল তানভীর, এরশাদ মিয়া, মামুন সরকার, নাঈম, মাইন উদ্দিন বাহাদুর, ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, সিয়াম খান।
নতুন কমিটি সাংবাদিকদের অধিকার ও পেশাগত মান উন্নয়নে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।
Posted ৭:২০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com