
বকুল খান : | সোমবার, ০১ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 86 বার পঠিত
স্পেনে চট্রগ্রাম বাসীর উদ্যোগে ইফতার ও দোয়ামাহফিল এর আয়োজন করা হয় ।
মাদ্রিদের বাংলাদেশী পরিচালনাধীন পাঁচটি মসজিদে প্রায় ১৫০০ মুসল্লী এতে অংশ নেন| গতকাল মাদ্রিদে বসবাসরত চট্রগ্রাম প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো |ইফতার পরবর্তী বক্তব্য রাখেন আজাদ আবুল কলাম,দুলাল সাফা,শহিদুল ইসলাম লিটন ,রিপন চৌধুরী,সাইফুদ্দিন, নিপু ,মিল্লাত ,পারভেজ ,মুর্শেদ ,লালু ,সারওয়ার ,মুস্তাক ,হাসান ,কুতুব ,মিজান ,হাসান ,মুন্না প্রমুখ |প্রতি বছর মতো এবারও ইফতার মাহফিল যথাযথ মর্যাদায় সম্পন্ন হয়েছে| ইফতার মাহফিলে কমিউনিটি সম্প্রীতি, ভ্রাতৃত্ব পাশাপাশি ইসলামের মানুষের মানুষের ভালোবাসা ও আন্তরিক সৌন্দর্য ফুটে উঠে| এ সময় কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,বাইতুল মোকাররম জামে মসজিদের খতিব হাসান বিন আব্দুল্লাহ ,সভাপতি খোরশেদ আলম মজুমদার ,কমিউনিটি ব্যক্তিত্ব কামরুজ্জামান সুন্দর প্রমুখ |
Posted ৩:৩১ অপরাহ্ণ | সোমবার, ০১ এপ্রিল ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com