
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: | শুক্রবার, ১৭ মে ২০২৪ | প্রিন্ট | 73 বার পঠিত
দেশের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় জনমত আলোচনার শীর্ষে চা শ্রমিক নারী নেত্রী গীতা রানী কানু তিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী।
সরেজমিনে জানা গেছে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ২৯ মে ২৪ ইং তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। এ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে তিনিও এক জন। নানা কারনে বাড়তি সুবিধাজনক অবস্থানে রয়েছেন এই তরুন নারী নেত্রী। ফলে এ নির্বাচনে অন্য দুজন প্রার্থীর সাথে মোকবেলা করতে গীতারানী কানু কোমর বেঁধে নেমেছেন ভোট যুদ্ধের মাঠে। জয়ের লক্ষে চেয়ারম্যান প্রার্থী হিসাবে তীব্র লড়াইয়ের প্রস্তুতি নিয়ে ভোট চাইতে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। গীতারানী কানু একজন সামাজসেবী হিসাবে মৌলভীবাজার জেলা ও
এ উপজেলায় বিগত দশ পনেরো বছর যাবত অনেক নিপীড়ন নির্যাতন সহ্য করে। চা শ্রমিক ও সাধারণ মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। ফলে সাধারন মানুষের কাছে তিনি বেশ পরিচিতি লাভ করেছেন। তিনি এলাকার অগনিত দু:স্থ, অসহায় ও তৃণমূল মানুষের সেবা করে চলেছেন বিগত প্রায় ১০ বছর যাবত। দরিদ্র পরিবারের শিশুদের স্কুলগামী করতে লেখাপড়ার পাশাপাশি বহুমূখী কল্যানকর কাজ করে যাচ্ছেন।
এদিকে কমলগঞ্জ উপজেলায় জয়-পরাজয় নির্ভর করে মূলত চা শ্রমিকদের ভোটের উপর। তাই অন্য প্রার্থীরাও প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছেন চা শ্রমিকদের মন জয় করতে। তবে গতানুগতিক ধারায় চা শ্রমিকরা নৌকায় ভোট দিয়ে আসলেও এবার দলীয় কোন প্রতীক না থাকায় তাদের মধ্যে চা শ্রমিক নারী নেত্রী গীতা রানী কানু’কে ভোটের মাঠে বিজয়ী করতে চলছে নিরব আলোচনা। এ জন্য অন্য প্রার্থীরা পড়েছেন চ্যালেঞ্জের মুখে। ফলে এর ধারাবাহিকতা রক্ষায় এ উপজেলার সাধারনের মানুষ এবং চা শ্রমিক নেতা ও শ্রমিকদের দাবীর মুখে এ নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন বলে জানান। নির্বাচনী তফশিল ঘোষণার পর থেকেই স্ব স্ব এলাকায় প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়লে তিনিও নির্বাচনী প্রচার প্রচারণার মাঠে রয়েছন
সমানতালে। এ উপজেলার
গ্রাম, পাড়া,মহল্লা চায়ের দোকান সবখানে আলোচনা সমালোচনা চলছে প্রার্থীদের নিয়ে। এরমধ্যে গীতারানী কানুর ঘোড়া মার্কা প্রতীক নিয়ে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। জনসাধারণের আলোচনার যেন গীতারানী কানু। মানুষের মুখে মুখে তার নাম। মানুষের হৃদয়ের জায়গা করে নিয়েছেন তিনি গীতারানী কানুর মতো নির্লোভ সাহসী একজন মহিলা এ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে সমাজ সহ কমলগঞ্জ উপজেলা আরো উন্নত ও এগিয়ে যাবে এমন ধারনা কমলগঞ্জ উপজেলা বাসীর।
Posted ১১:২৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৭ মে ২০২৪
bangladoinik.com | Belal Hossain
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com